খেলাধুলা

জয়ের জন্য ৬০ রান করতে হবে আয়ারল্যান্ডকে

এ যেন সিক্স-এ সাইড ম্যাচ। ২০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ৬ ওভারে। ধর্মশালায় বৃষ্টির কারণে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কার্টেল ওভারে। প্রথমে দু’দলের জন্য ৮ ওভার করে নির্ধারণ করা হলেও, সময় কম হাতে থাকায় শেষ পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ৬ ওভারে। টস জিতে আগেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড।আমন্ত্রিত হয়ে প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য এই ৬ ওভারেই ঝড় তুলেছে নেদারল্যান্ডস। ৫৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা আইরিশদের সামনে। তবে উইকেটও হারিয়েছে তারা ৫টি। ওপেনার স্টিফেন মাইবুর্গ একাই করেন ২৭ রান। বল খেলেন ১৮টি। ৯ বলে ১৪ রান করেন পিটার বোরেন, ৮ রান করেন বারেসি।আইরিশদের মধ্যে জর্জ ডকরেল একাই নেন ৩ উইকেট। বাকি দুটি হলো রানআউট। আইএইচএস/এবিএস