টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্য সবার চেয়ে একটু বেশিই চাপে রয়েছে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে এখনও দেখা পায়নি শিরোপার। এবার সেই খরা ঘোচানর পণ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তাহলে বিশ্বকাপে কেমন করবে অসিরা? তারই প্রস্তুতিতে আজ মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আসল মিশন শুরু করার আগে স্মিথরা মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। প্রস্তুতি ম্যাচেই ঝড় তুললেন অসি পেসার হ্যাজেলউড। দুর্দান্ত হ্যাটট্রিক করলেন তিনি। পর পর তিন বলে তিনি ফিরিয়ে দিলেন জ্যাসন হোল্ডার, মারলন স্যামুয়েলস এবং ডোয়াইন ব্রাভোকে।এর আগে প্রথমে ব্যাট করে শেন ওয়াটসনের ৬০ এবং স্টিভেন স্মিথের ৩৬ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে অস্ট্রেলিয়া। ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে চারটি উইকেট নেন। আরআর/আএইচএস/এবিএস