আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা মোতায়েন করবে চীন

পাকিস্তানের ৩০০০ কিলোমিটার দীর্ঘ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) এলাকায় চীনা সেনা মোতায়েনের গুঞ্জন উঠেছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে অবহিত করেছেন। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মহাসড়ক রক্ষার জন্য পাকিস্তান তিনটি স্বতন্ত্র পদাতিক বিগ্রেড (প্রত্যেক ব্রিগেডে এক হাজার সেনা) এবং দুটি গোলন্দাজ রেজিমেন্ট তৈরি করেছে। এ করিডরের মাধ্যমে বেলুচিস্তানের গোয়াদার বন্দরের সঙ্গে চীনের সিনজিয়াং অঞ্চলের সরাসরি সংযোগ তৈরি হবে। ভারতের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, পাকিস্তান ও চীনের এ সংক্রান্ত কার্যাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে ভারতের বৃহৎ সীমান্ত থাকায় দেশটিতে চীনের সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ তৈরি হয়েছে। ওই কর্মকর্তা আরো বলেন, পাকিস্তানে কি পরিমাণ চীনা সেনা মোতায়েন করা হতে পারে সেবিষয়ে আমাদের ধারণা আছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সিপিইসির প্রথম পর্ব চালু হওয়ার কথা রয়েছে। এছাড়া এ প্রকল্প পুরো বাস্তবায়নে আরো তিন বছর লাগতে পারে। সিপিইসি পুরোপুরি চালু হলে ভারত মহাসাগরসহ অন্যান্য এলাকায় সরাসরি চীনের যোগাযোগ তৈরি হবে।  এসআইএস/পিআর