দেশজুড়ে

চট্টগ্রাম থেকে জালনোট নিয়ে নোয়াখালীতে গিয়ে ধরা

কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রাম থেকে জালনোট নিয়ে নোয়াখালী গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন চক্রের এক সদস্য। এসময় তার স্থানীয় এজেন্টসহ কয়েকজন সহযোগী পালিয়ে গেছেন।

শনিবার (১৭ জুন) সন্ধ্যায় কবিরহাট উপজেলার শাহজিরহাট বাজার থেকে মো. শিহাব (২৯) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৯ হাজার টাকা মূল্যের জালনোট জব্দ করা হয়েছে।

আটক শিহাব মাদারীপুরের শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুল প্রকাশ হাসেমের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

রোববার (১৮ জুন) সকালে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জালনোটসহ চক্রের সদস্যকে আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) এস এম মাহবুবুল ইসলাম শাহজিরহাটের টিপু স্টোর থেকে অভিযুক্ত শিহাবকে আটক করেন। পরে তার পকেট থেকে ২০টি এক হাজার টাকার জালনোট ও টিপু স্টোরের মালিক সলিম উল্যাহকে দেওয়া আরও ৯টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। এসময় শিহাবের স্থানীয় এজেন্ট কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের বাঞ্চারাম গ্রামের শাহ পরানসহ (৩০) আরও দুইজন পালিয়ে যায়।

ওসি আরও বলেন, কোরবানির ঈদ সামনে রেখে গরুর হাটসহ বিভিন্ন হাট-বাজারে জালনোট ছড়িয়ে দিতে কাজ করছে চক্রটি। এ ঘটনায় কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শিহাবকে আদালতে সোপর্দসহ পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আসামি শিহাবের বিরুদ্ধে ঢাকার শ্যামপুর ও যাত্রাবাড়ী থানায় আরও দুটি মামলা রয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস