জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে ভৈরবে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জুন) সকালে মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ভৈরব শাখা আয়োজিত দুর্জয় চত্বরে এই মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা হত্যার প্রতিবাদ জানিয়ে অপরাধীদের ফাঁসি দাবি করেন। এসময় বক্তব্য রাখেন ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, ফজলুর রহমান, সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব, এমএ হালিম, এমআর সোহেল, সাব্বির উদ্দিন রাজু প্রমুখ।
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
মানববন্ধনে বক্তারা বলেন, মূল অপরাধীসহ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করলেও তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বিগত দিনে সাগর-রুনিসহ যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে সেই বিচার করতে হবে। ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক হয়রানি-নির্যাতন বা হত্যার শিকার না হয় সেই নিরাপত্তা সরকারকে দিতে হবে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। এসময় বক্তারা সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রাজীবুল হাসান/জেএস/জেআইএম