সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৮ জুন ২০২৩

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুন) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সাপের কামড়ে প্রাণ হারালেন তুলা গবেষণা কর্মকর্তা

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি কৌশিক দাশ, দৈনিক যুগান্তর ও এনটিভি জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মিলন চক্রবর্তী, প্রেসক্লাব সদস্য নাছিরুল আলম, জাগো নিউজের জেলা প্রতিনিধি নয়ন চক্রবর্তী, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সুফল চাকমা প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি আটকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

নয়ন চক্রবর্তী/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।