দেশজুড়ে

লালমনিরহাটে ৯ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

লালমনিরহাটের ১২টি ইউনিয়নে দ্বিতীয় দফা নিবার্চনে মোট ৫৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছে। রোববার বিকেল ৫টা পর্যন্ত ০৯ জন প্রার্থী তাদের মনোননয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করেছেন।এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে চারজন, বিএনপি মনোনীত প্রার্থী তিনজন ও দুইজন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।এদিকে, হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হকের মনোনয়নপত্র প্রত্যাহার নিয়ে নানা নাটকীয়তা লক্ষ্য করা গেছে।কর্তব্যরত রির্টানিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী জাগো নিউজকে জানান, বিকেল ৪টা ৪৪ মিনিটের দিকে একজন ব্যক্তি এসে আমার কাছে ফজলুল হকের মনোনয়নপত্র প্রত্যাহারের একটি আবেদনপত্র দিয়েছে। কিন্তু আমি ওই প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হতে বলেছি। তিনি এলে ওই আবেদন গ্রহণ করা হবে বলেও জানান রিটার্নি কর্মকর্তা।এদিকে, নওদাবাস ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য কোনো আবেদন করেননি বলে দাবি করেন।রবিউল হাসান/এআরএ/পিআর