প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জম্মদিন ও শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। আগামী বুধবার বিকেল পাঁচটায় বাংলাদেশ হাইকমিশন চত্ত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, পাঁচ থেকে ১৩ বছর বয়সী শিশুরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আগ্রহীদের প্রতিযোগিতার জন্য ড্রয়িং পেপার ও রং পেন্সিল সঙ্গে নিয়ে আসতে হবে। আগামী বৃহস্পতিবার ফলাফল প্রকাশ করা হবে।প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক মালয়েশিয়ায় বসবাসরতদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। মুশাররাত জেবিন, ফার্স্ট সেক্রেটারি (শ্রম), কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাস (ফোন -০৩-৪২৫১০৮৪৩)। এসকেডি/এবিএস