বৃষ্টির কবল থেকেই বের হতে পারলো না বাংলাদেশ এবং ধর্মশালা। এশিয়া কাপের ফাইনাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। সেই বৃষ্টির দাপট চলছে ধর্মশালাতেও।শুক্রবার দুটি ম্যাচ ভেসে যাওয়ার পর আজ রোববার দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৬ ওভারের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাট করতে পারলেও ওমান মাত্র ৭ ওভার ব্যাট করেই উঠে যেতে হয়েছে বৃষ্টির কারণে।বাংলাদেশ সময় ১০টা ৩৪ মিনিটে নামে বৃষ্টি। এরপর বাড়তে থাকে বৃষ্টির প্রকোপ। আপাতত ১১টায় জানানো হবে পরবর্তী আপডেট।তবে নিয়ম অনুযায়ী ১১টা ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। ততক্ষণেও যদি খেলা মাঠে না গড়ায় তাহলে ফল ঘোষণা করে দেবেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আপাতত সে পর্যন্ত অপেক্ষা।আইএইচএস/বিএ