ক্যাম্পাস

ইউল্যাবে ঢাকার বস্তিতে শিশুমৃত্যুর সমস্যা বিষয়ক সেমিনার

ঢাকার বস্তিতে শিশুমৃত্যু ও সমাজে এর প্রভাব বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ- ইউল্যাবে। সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডুকেশন বিভাগ।

সোমবার (১৯ জুন) ‘একটি সামাজিক পর্যেবক্ষণ অধ্যয়ন: ঢাকার বস্তিতে শিশুমৃত্যুর সামাজিক-সাংস্কৃতিক পারস্পরিক ক্রিয়া উন্মোচন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক, নৃ-তাত্ত্বিক নওশীন সিদ্দিকা ফারিহা। তিনি তার প্রবন্ধে ঢাকা শহরের বস্তিতে শিশুমৃত্যুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া কীভাবে এটি সামাজিক ও বর্তমান পরিস্থিতিকে প্রভাবিত করছে সে বিষয়ে আলোকপাত করেন।

এ প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনামূলক বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম।

আলোচনার শেষ পর্যায়ে সেমিনারে অংশগ্রহণকারী প্রথিতযশা গবেষক, ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী এবং অতিথিদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জেনারেল এডুকেশন বিভাগের সমন্বয়ক।

কেএসআর/