আন্তর্জাতিক

মুসলমানদের আবারো জঙ্গি বললেন ট্রাম্প

মুসলমানদের আবারো জঙ্গি বলে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী  এই ধনকুবের ব্যবসায়ী অভিযোগ করে বলেছেন, মুসলমানদের এক চতুর্থাংশের বেশিই মানুষই জঙ্গি। খবর এনডিটিভির। খবরে বলা হয়েছে, ট্রাম্পের দাবী ২৭ থেকে ৩৫ ভাগ মুসলমানই জঙ্গি। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আপনাদের এটা দেখতে হবে মুসলমানরা যুদ্ধের জন্য কঠোরভাবে অনুশীলন করছে। এদের নিয়ে বড় ধরনের সমস্যা রয়েছে। ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী সারা বিশ্বে জায়গা করে নিচ্ছে। প্যারিসে কি ধরনের ঘটনা ঘটেছে তা আপনারা সবাই দেখেছেন।   এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প আবারো মুসলমানদের কড়া সমালোচনা করলেন। মাত্র কয়েক দিন আগেই এই নেতা মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মুসলমানরা যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে। তাদের মধ্যে আমাদের জন্য ভয়ংকর ঘৃণার কিছু বিষয় রয়েছে। ট্রাম্পের ওই বক্তব্যের ঘোর প্রতিবাদ করেছিলেন তার দলের অপর মনোনয়নপ্রত্যাশী মার্কো রুবিও। তিনি ট্রাম্পের এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমি মনে করি ইসলামে মৌলবাদী কিছু সমস্যা আছে। কিন্তু ইসলাম বা মুসলমানরা আমাদের ঘৃণা করে না। আমেরিকার অনেক মুসলমানই গর্বিত। তাছাড়া একজন রাষ্ট্রপতির মন যা চায় তাই সে বলতে পারে না। কারণ এর একটা পরিণতি রয়েছে।  এর আগেও মুসলমানদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন ট্রাম্প। গত বছরের ডিসেম্বরে তিনি দাবী করেছিলেন মুসলমানদের যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া না হয়। টিটিএন/এমএস