দেশজুড়ে

ঝিনাইদহে গাঁজাসহ আটক ৩

ঝিনাইদহ র‌্যাব-৬ অভিযান চালিয়ে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গার আকড়াপাড়া থেকে তাদের আটক করে। আটকরা হলেন-বৈডাঙ্গার আকড়াপাড়া গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৫৪) ও তার স্ত্রী আনজিরা খাতুন (৪৭) এবং একই গ্রামের মো. আলাউদ্দিনের স্ত্রী মোছা. ফাতেমা খাতুন (৩৫)। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সুরুজ মিয়া জানান, শহিদুল ইসলাম দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন খবরে জানতে পেরে আকড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সে সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তল্লাশি করে ঘরের ভিতর থেকে সাড়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এসএস/এমএস