দেশজুড়ে

জমে উঠলেও বেচাকেনা নেই কোরবানির পশুরহাটে

ভৈরবে জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার রসুলপুরসহ উপজেলার বিভিন্ন বাজারে পশু উঠলেও বেচাকেনা তেমন শুরু হয়নি।

সরেজমিনে দেখা যায়, হাটে দেশীয় গরু ও ছাগল বিক্রির সারিবদ্ধভাবে রাখা হয়েছে। ক্রেতারা সে সব পশু তাদের চাহিদা অনুযায়ী পছন্দ করে দামদর করছেন।

উপজেলার মৌটুপি থেকে আসা গরু বিক্রেতা মাসুম মিয়া বলেন, বাজারে দুটি গরু বিক্রির জন্য নিয়ে আসি। বাজারে পর্যাপ্ত ক্রেতা থাকলেও বিক্রি কম হচ্ছে। ক্রেতারা যাচাই-বাছাই করে কোরবানির জন্য গরু কিনবেন।

আরও পড়ুন: এবার দেশি গরুতেই জমজমাট পঞ্চগড়ের পশুহাট 

স্থানীয় ইউপি সদস্য মো. রুবেল মিয়া বলেন, বাজারে এসেছি কোরবানির জন্য গরু কিনতে। বাজারে এসে একটি গরু পছন্দ হয়েছে সেটার দাম করেছি এক লাখ টাকা। কিন্তু বিক্রেতা সেই দামে গরু বিক্রি করবেন না।

সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক বলেন, হাটে দেশীয় গরু উঠেছে। এসব গরু কিনতে নানা শ্রেণির ক্রেতারা বাজারে ভিড় করছেন। তবে বেচাকেনা তেমন হচ্ছে না বলে তিনি জানান।

রাজীবুল হাসান/আরএইচ/জিকেএস