চট্টগ্রামে পলিথিন মোড়ানো একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরীর হালিশহর ছোটপুল খালপাড় এলাকা থেকে কাটা পা’টি উদ্ধার করা হয়। হালিশহর থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, স্থানীয় লোকজন খাল পাড়ে পলিথিনে মোড়ানো কাটা পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে। পা দেখে বয়স অনুমান করা কঠিন। ধারণা করা হচ্ছে ২৪-৩০ বছরের কোনো যুবকের পা হবে সেটি। পা উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছে পুলিশ। জীবন মুছা/জেএইচ/আরআইপি