খেলাধুলা

ভারতপ্রীতির জন্য আফ্রিদির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলের। এবার নতুন করে বিতর্কে জড়ালেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। গত শনিবার ভারতে দেয়া এক সংবাদ সম্মেলনে ‘পাকিস্তানের থেকেও ভারতে তিনি বেশি ভালোবাসা পান’-এমন উক্তির কারণে পাকিস্তানি ক্রিকেট ভক্তদের তোপে পড়েছেন তিনি।নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপের শুরু থেকেই ক্রিকেট মহল গরম হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। এ কারণে ধর্মশালা থেকে সরিয়ে কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি সরিয়ে আনা হয়। নিরাপত্তা নিয়ে খুশি আফ্রিদি সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমি ক্যারিয়ারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ভারতে যতটুক ভালোবাসা পাই পাকিস্তানে ঠিক ততটা পাই না।’ এই উক্তির প্রতিবাদে আফ্রিদির বিরুদ্ধে লাহোরের একটি আদালতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। নোটিশে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়।এর আগে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও আফ্রিদির এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় সে দেশের ক্রিকেটপ্রেমী মানুষ। তার দেশপ্রেম নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেন। যে কোন বড় টুর্নামেন্টের আগেই পাকিস্তান যেন বিতর্ক জন্ম দিতে পটু।উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। সে ম্যাচ হারলে পাকিস্তানিদের ক্ষোভ যে আফ্রিদির উপরই বেশি পরবে সেটা বলাবাহুল্য।আরআর/আরটি/এআরএস/এবিএস