খেলাধুলা

স্পিন নিয়ে ভীত নিউজিল্যান্ড

বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামছে ফর্মে থাকা নিউজিল্যান্ড কিন্তু ফর্মে থাকলেও নিউজিল্যান্ডের ভয়ের নাম স্পিন। ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়াই খেলতে নামা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন এমনটাই জানালেন ম্যাচের একদিন আগে। এমনকি উদ্বোধনী ম্যাচের পিচ স্পিন সহায়ক হওয়ার আশঙ্কায় ভীত তিনি।সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কেন উইলিয়ামসন বলেন, ‘পিচ স্লো হতে পারে অনেকটা। আবার টার্নও থাকতে পারে। স্পিন মূল ভূমিকা পালন করতে পারে এই টুর্নামেন্টে।’নিজেদের দল নিয়েও আশাবাদী উইলিয়ামসন। তিনি বলেছেন, ‘আমরা খুব শক্তিশালী দল নিয়ে টুর্নামেন্টে এসেছি। যেকোন কিছুই ঘটতে পারে টুর্নামেন্টে।’নাগপুরের উদ্বোধনী ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় খেলতে নামবে ভারত এবং নিউজিল্যান্ড। এই মাঠেই ভারত এবং দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট ম্যাচ হয়েছিল। যে ম্যাচের পিচ দেখে জঘন্য উইকেট বলে মন্তব্য করেছিলেন সেই ম্যাচের ম্যাচ রেফারি। সেই মাঠেই খেলা হওয়াতে স্পিনারদের নিয়ে আলাদা পরিকল্পনা করতে হচ্ছে নিউজিল্যান্ডকে। যুবরাজ সিং, সুরেশ রায়না, অশ্বিন এবং জাদেজাকে নিয়ে গড়া স্পিন এটাক সামলাতে বেশ বেগ পেতে হবে উইলিয়ামসন-গাপটিলদের। আরআর/এআরএস/এবিএস