ঠাকুরগাঁওয়ে এক মোটর শ্রমিককে মারধরের ঘটনায় ৪ উপজেলায় যোগাযোগের প্রধান পথ বন্ধ করে রেখেছে জেলা মোটর মালিক সমিতি। সোমবার রাত সাতটার পর শহরের আর্টগ্যালারি মোড়ে রাস্তার দুই ধারে শত শত ট্রাক, থ্রি-হুইলার, রিকসা, ইজি বাইকসহ বিভিন্ন যানবাহন দিয়ে সড়ক বন্ধ করে রাখা হয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জজকোর্টের সামনে মোটর বাস পক্ষ যাত্রী তোলাকে কেন্দ্র করে পাগলুু ও মোটর শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টায় এ নিউজ লেখা পর্যন্ত আর্টগ্যালারি মোড় থেকে কোনো যানবাহন সরানো হয়নি।জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল জানান, কোকিল স্কুলে সামনে বাসে ২ জন যাত্রী তোলাকে কেন্দ্র করে মোটর শ্রমিকদেরকে মারপিট করেছে থ্রি-হুইলার ড্রাইভার। এতে মোটর শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বাস বেরিগেট দিয়েছে। আমরা ঘটনাস্থলে গেলে পাগলু মালিক সমিতির নেত্রীবৃন্দকে ডাকলে তারা না আসায় সমস্যাটি সমাধান হয়নি। ঠাকুরগাঁও জেলার থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিত গুহ ঠাকুরতা জানান, পাগলু শ্রমিক ও মোটর শ্রমিকদের মাঝে মাঝেই মারপিটের ঘটনা ঘটছে এবার এর সুষ্ঠু সমাধানের বিকল্প নেই।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাহাদাৎ হোসেন জানান, পাগলু ড্রাইভাররা বার বার মোটর শ্রমিকদের মারপিট করছে। আমরা সব সময় ছাড় দিয়ে আসছি এবার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ জেলায় সকল বাস চলাচল বন্ধ থাকবে।ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ওসি মশিউর রহমান জানান, দুই পক্ষকে ডেকে সমাধানের জন্য জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করেছি। আসা করি সমাধান হয়ে যাবে।রবিউল এহ্সান রিপন/ এমএএস/এবিএস