আন্তর্জাতিক

শতাব্দীর ভয়াবহ উষ্ণতা ফেব্রুয়ারিতে

এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে বৈশ্বিক তাপমাত্রার সব রেকর্ড ছাড়িয়ে গেছে গত ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বেশি উষ্ণতম মাস হিসেবে রেকর্ডের খাতায় জায়গা করে নিয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠে এবং সামুদ্রিক অঞ্চলে ফেব্রুয়ারিতে গড় তাপমাত্রার চেয়ে ১ দশমিক ৩৫ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণতা রেকর্ড করা হয়েছে। ১৯৫১ থেকে ১৯৮০ সালের তাপমাত্রাকে ওপর ভিত্তি করে এ তথ্য উঠে এসেছে। এর আগে গত জানুয়ারিতে তাপমাত্রার উষ্ণতা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। তাপমাত্রা গবেষক জেফ মাস্টারস ও বব হেনসন বলেন, এটা সত্যিই ভয়াবহ ফলাফল, মানব সৃষ্ট গ্রিন হাউজ গ্যাসের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এ রেকর্ড আরেকটি রিমাইন্ডার। এসআইএস/এবিএস