ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) র্যাগিংকালে কথাকাটাকাটির একপর্যায়ে নুরুল ইসলাম নামে এক সিনিয়র ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে জুনিয়ররা। সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় এ ঘটনা ঘটে।নুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান শেষে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।আহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, সন্ধ্যায় নুরুল ইসলাম তার বান্ধবীকে নিয়ে বটতলায় নাটক দেখতেছিলেন। এসময় হলের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তার পরিচয় জানতে চায় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে বলে। পরিচয়পত্র দেয়ার পরে কথাকাটি হয়। যা একপর্যায়ে মারামারির পর্যায়ে পৌঁছে এবং তাকে মারধর করা হয়। ওর কাছে ফোন ছিল টাকা ছিল তা ছিনিয়ে নেয়া হয়েছে। তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। ১৫টা সেলাই দেয়া হয়েছে মাথায়। হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল এবং সার্জেন্ট জহরুল হকের শিক্ষার্থী বলে শুনেছেন তিনি। এছাড়া তাদের র্যাগিং চলাকালে ওইসব হলের বড় ভাইয়েরা ইশারা করেছেন বলে জানান তিনি।এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ওই শিক্ষার্থী সন্ধ্যায় বান্ধবীকে নিয়ে বটতলায় বসেছিল। তাদের উপর হামলাকারীরা এফ রহমান হলের শিক্ষার্থী কি-না এখনো সেটা নিশ্চিত না। তাদেরকে বলেছি যদি হামলাকারীদের পরিচয় জানতে পারে লিখিত দাও সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।’বিএ