বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া সেতু) থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণী আখি গাইনের (২০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দপদপিয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।আঁখি বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা অমল চন্দ্র গাইনের মেয়ে এবং বরিশাল নার্সিং ইনস্টিটিউটের পুরাতন ১ম বর্ষের ছাত্রী।স্থানীয়রা জানান, দপদপিয়া লঞ্চঘাট এলাকায় মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়।ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার এসআই মাকসুদুর রহমান মুরাদ জানান, তিনি গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতে নিয়ে আসেন। স্বজনরা মৃতদেহটি আঁখির বলে শনাক্ত করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।উল্লেখ্য, গত শনিবার (১২ মার্চ) মোটরসাইকেল নিয়ে এক যুবক আঁখিকে তাড়া করে। এরপর সে দপদপিয়া ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। এক পথচারী ঘটনাটি প্রত্যক্ষ করে। সে বিষয়টি জানালে দমকল ইউনিটের ডুবুরিরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে আঁখির সন্ধান পায়নি। তবে ঝাঁপ দেয়ার নেপথ্যের কারণ এখনো জানতে পারেনি পুলিশ।সাইফ আমীন/বিএ