আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০২ জুলাই ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

৩ ট্রিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ‘লুকিয়ে’ রেখেছে চীন

মার্কিন অর্থনীতিবিদ ব্র্যাড সেটসার বলেন, চীনের কেন্দ্রীয় সরকারের অধীনস্ত প্রতিষ্ঠানগুলোর সম্ভবত ছয় ট্রিলিয়ন ডলারের বৈদেশিক সম্পদ আছে। কিন্তু গত বছরের শেষ দিকে অফিসিয়াল রিজার্ভ দেখানো হয়েছিল ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় অর্ধেক অর্থের বিষয়েই কিছু জানানো হয়নি।

পুরো বিশ্ব পুতিনকে হত্যা করতে চায়: জেলেনস্কি

সংবাদ সম্মেলনে জীবন নিয়ে তিনি শঙ্কার মধ্যে ছিলেন বা আছেন কি না- এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, সত্য বলতে আমার থেকে পুতিনের জন্য সময় এখন অধিক ভয়াবহ। কারণ, আমাকে হত্যা করতে চায় একমাত্র রাশিয়া। অন্যদিকে, পুতিনকে হত্যা করতে চায় সমগ্র বিশ্ব।

ফ্রান্সে সহিংসতা চলছেই

ফ্রান্সের মার্সেই শহরে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলছেই। গত মঙ্গলবার প্যারিসে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ওই কিশোরের হত্যার ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই উত্তাল হয়ে রয়েছে পুরো ফ্রান্স।

ফ্রান্সে পুলিশের গুলিতে নিহত কে এই নাহেল?

প্যারিসের নানতেরে শহরেই বেড়ে ওঠে নাহেল এমের। করতো খাবার ডেলিভারির কাজ। রাগবি লিগে খেলতেন। একমাত্র সন্তান নাহেলকে বড় করেছেন তার মা। নাহেলের পড়ালেখা কিছুটা অগোছালো ছিল। ইলেকট্রিশিয়ান হতে চেয়েছিল নাহেল। নাহেল ও তার মা মোনিয়া আলজেরিয়ান বংশোদ্ভূত, তবে তার বাবার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের রাষ্ট্রদূতকে তলব কুয়েতের

সুইডেনে গত বুধবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে কুয়েত সরকার। শুক্রবার (৩০ জুন) এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র উপমন্ত্রী একটি প্রতিবাদলিপি দিয়েছেন। যাতে একজন উগ্রপন্থির মাধ্যমে পবিত্র কোরআনের কপিতে আগুন দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

সুস্থ হয়ে উঠছেন মমতা

আগের তুলনায় কিছুটা ভালো আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিন দিনের ফিজিওথেরাপির পর তার কোমর ও পায়ের ব্যথা সামান্য কমেছে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে এমনটাই জানিয়েছেন কলকাতার শেখ শুকলাল কর্নানি মেমোরিয়াল হাসপাতালের (এসএসকেএম) পরিচালক মণিময় বন্দোপাধ্যায়।

পশ্চিমবঙ্গে তৃণমূল কর্মী খুন

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই নানা প্রান্তে দফায় দফায় বোমাবাজি খুনের মতো ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। এর মধ্যেই রক্ত ঝড়লো দক্ষিণ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের বাসন্তীতে।

মিলেছে যাত্রীদের দেহাবশেষ, কাঁদলেন উদ্ধারকারী দলের প্রধান

মর্মান্তিক দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যেই সন্ধান মিলেছে সাবমেরিন ‘টাইটান’ এর ধ্বংসাবশেষ। সেই সঙ্গে মিলেছে সাবমেরিনটিতে থাকা পাঁচ যাত্রীর দেহাবশেষও। আর এ উদ্ধারকাজ সম্পর্কে বলতে গিয়েই কেঁদে ফেলেন উদ্ধারকারী দলের নেতা এড ক্যাসানো।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ২৮

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে বন্দুক হামলায় দুজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (২ জুলাই) ব্রুকলিন হোমস এলাকার গ্রেটনা এভিনিউয়ের আটশো নম্বর ব্লকে ‘ব্রুকলিন দিবস’ উদযাপনকালে এ ঘটনা ঘটে।

সৌভাগ্য ফিরিয়ে আনতে কুমিরের সঙ্গে বিয়ে করলেন মেয়র!

কুমিরকে বিয়ে করেছেন মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হুগো সোসা। যে কুমিরকে তিনি বিয়ে করেছেন, সেটির নাম অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা। নগরবাসীর সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আনতেই ঐতিহ্যবাহী আচার-আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কুমিরটিকে বিয়ে করেন মেয়র সোসা।

এসএএইচ/জিকেএস