নেত্রকোনার কেন্দুয়ায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তুষার (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার পিজাহাতি দক্ষিণ পাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে তুষার মিয়া বৃষ্টির মধ্যে বাড়ির সামনের বিলে মাছ ধরতে যান। এসময় আকস্মিক বজ্রপাত ঘটনাস্থলেই মারা যান তিনি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বজ্রপাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এইচ এম কামাল/জেডএইচ