সিরাজগঞ্জের শাহজাদপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে হাসু নামের দুই বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশু হাসু শাহজাদপুর উপজেলা সদরের শক্তিপুর মহল্লার দরিদ্র মনির মিয়ার ছেলে।শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনির হোসেন জানান, মঙ্গলবার দুপুরে শিশুরটির মা বাড়ির কাছে রাস্তার পাশের ময়লা পরিষ্কার করছিলেন। এমন সময় মায়ের সাথে থাকা হাসু ময়লার মধ্যে থাকা একটি কৌটা পেয়ে তা হাতে নিয়ে খেলতে থাকে। এ সময় হটাৎ কৌটাটি হাত থেকে পড়ে গিয়ে বিস্ফোরিত হলে এতে শিশুটির ডান হাতের ৪টি আঙ্গুল উড়ে যায় ও শরীর ঝলসে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।বাদল ভৌমিক/এফএ/এবিএস