খেলাধুলা

জোড়া আঘাতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে মাত্র ৫ ওভার ২ বলেই পঞ্চাশ রানের কোটা পার করে বাংলাদেশের নারীদের চেপে ধরেছিল ভারতীয় নারী ক্রিকেটাররা। তবে নাহিদা ও ফাহিমার আঘাতে পরপর দুই উইকেট তুলে নিয়ে দারুণভাবে খেলায় ফিরে আসে বাংলাদেশ। নাহিদার করা অষ্টম ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভেল্লাশ্বামী ভানিথা। তবে আউট হবার আগে মাত্র ২৪ বলে ৭টি চারের সাহায্যে ৩৮ রান করেন এই ভারতীয়। এরপরের ওভারেই আঘাত হানেন ফাহিমা। স্মৃতি মান্ধারাকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৩ রান। মিথালি রাজ ২৮ রান নিয়ে উইকেটে আছেন। এর আগে মঙ্গলবার ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা আলম।আরটি/আইএইচএস/এমএস