গণমাধ্যম

ঝালকাঠিতে মামলা থেকে সাংবাদিকের অব্যাহতি

ঝালকাঠির সাংবাদিক মো. আতিকুর রহমান আতিককে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করীম এ অব্যাহতির আদেশ দেন। আইনজীবী মিজানুর রহমান মুবিন জানান, পেশাগত দ্বন্দ্বের কারণে বিতর্কিত এক মহিলা দিয়ে সাংবাদিক আতিকের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা করা হয়। মামলায় কোনো উপযুক্ত প্রমাণ দিতে না পারায় মামলাটি মিথ্যা বলে প্রতিয়মান হওয়ায় বিজ্ঞ আদালত তাকে অব্যাহতি প্রদান করেন। সাংবাদিক আতিক বলেন, পেশাগত দ্বন্দ্বের কারণে সিটি পার্ক চরের ইতি বেগম নামের এক বিতর্কিত মহিলা দিয়ে ঝালকাঠি থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়ের করা হয়। প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালনের সময় ১৭ অক্টোবর দুপুরে ফায়ারসার্ভিস মোড় থেকে জনৈক সাংবাদিক পিন্টু তাকে জড়িয়ে ধরে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করানোর পরে মোবাইল ও ক্যামেরা পুলিশ জব্দ করে সেখানেও স্বাক্ষী রাখা হয় ওই পিন্টুকে। কিন্তু পুলিশ মোবাইল ও ক্যামেরা চেক করে সংশ্লিষ্ট কোনো ছবি না পাওয়ার পরও আদালতে চার্জশীট প্রদান করে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে মামলার চার্জ গঠনের শুনানীকালে কোনো প্রমাণ ও সংশ্লিষ্টতা না থাকায় মামলাটি মিথ্যা প্রমাণিত হলে বিচারক উক্ত মামলা থেকে তাকে অব্যাহতি দেন। আতিকুর রহমান/এফএ/এবিএস