ক্যাম্পাস

জবির ‘বি’ ইউনিটের ১২তম মেধা তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম সেমিস্টারে ‘বি’ ইউনিটের বিষয় ভিত্তিক ১২তম মেধা তালিকা  প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ১১তম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনা দিয়ে বলা হয়, ‘বি’ ইউনিটের ১২তম মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামীকাল (১৬ মার্চ) হতে ২০ মার্চ তারিখের মধ্যে ভর্তি হতে হবে। উক্ত তারিখের মধ্যে ভর্তি না হলে মনোনয়ন বাতিল হয়ে যাবে।  বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বি’ ইউনিটের ১২তম মেধা তালিকা এবং ১১তম মাইগ্রেশন তালিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ( www.jnu.ac.bd) এ পাওয়া যাচ্ছে। সুব্রত মণ্ডল/এসকেডি/এবিএস