দেশজুড়ে

বটগাছের কুঠুরিতে আটকে গেলো শিশুর হাত, ২ ঘণ্টা পর উদ্ধার

বটগাছের কুঠুরিতে মধু আছে ভেবে হাত ঢুকিয়ে দেয় ১০ বছরের এক শিশু। হাত ভেতরে ঢুকতেই বিপাকে পড়ে ওই শিশু। কোনোভাবেই হাত গাছের কুঠুরি থেকে বের হচ্ছিল না। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসেও মেলেনি সমাধান। অবশেষে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় কুঠুরি থেকে শিশুটির হাত বের করে আনেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের পশ্চিম চন্ডিমন্ডপ গ্রামে। ১০ বছর বয়সী ওই শিশুর নাম মিনহাজ। সে একই এলাকার টুকু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুল্লা ইউনিয়নের চেচুয়া-বিন্নাকুড়ি সড়কের পাশে চতল গ্রামে একটি পুরোনো বটগাছ আছে। ওই গাছের নিচে মানুষের চলাফেরা কম। ঘটনার দিন সকাল ১০টার দিকে বটগাছের কুঠুরিতে মৌমাছির মধু আছে ভেবে হাত ঢুকিয়ে দেয় শিশু মিনহাজ। পরে সেখান থেকে অনেক চেষ্টা করেও তার হাত বের করতে পারেনি। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে হাত বের করার চেষ্টা করেন। উপায় না পেয়ে মুক্তাগাছা ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকাবাসী।

ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় কুঠুরি কেটে অক্ষত অবস্থায় মিনহাজকে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে মিনহাজকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।

শিশুটির বাবা মজনু মিয়া জাগো নিউজকে বলেন, কীভাবে কী ঘটেছে এটা আমিও বুঝতে পারছি না। আমার ছেলে বিপদমুক্ত হয়েছে, এতেই আমি খুশি।

এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ সুশান্ত কুমার দে মন্ডল জাগো নিউজকে বলেন, বটগাছের কুঠুরিতে এক শিশুর হাত আটকে থাকার খবরে ঘটনাস্থলে যাই। গাছের একটি অংশ কেটে হাতটি উদ্ধার করা হয়। বিষয়টি নিছক দুর্ঘটনা।

মঞ্জুরুল ইসলাম/এসজে