দেশজুড়ে

ব্যস্ত সড়কে ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমার, দুপাশে ঝুলছে লাল কাপড়

নীলফামারীর সৈয়দপুর শহরের ব্যস্ততম শহীদ তুলশীরাম সড়কে রাখা আছে ১১ হাজার ভোল্টের একটি ট্রান্সফরমার। আর এটিকে বিপজ্জনক বোঝাতে এর দুপাশে দুটি লাল কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছে। এক মাস ধরে এভাবেই পড়ে আছে বৈদ্যুতিক ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি।

শহরের শহীদ ডা. বদিউজ্জামান মার্কেটের সামনে থাকা ট্রান্সফরমারটি হঠাৎ পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে শহীদ তুলশীরাম সড়কের ওপর বসানো হয় ভ্রাম্যমাণ এ ট্রান্সফরমার। এরপর থেকেই ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ, যানবাহন, হাসপাতালগামী রোগী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কর্তৃপক্ষ বলছেন, বিকল ট্রান্সফরমারটির বিপরীতে বরাদ্দ মেলেনি নতুন ট্রান্সফরমার, বরাদ্দ মিললেই সরিয়ে নেওয়া হবে ঝুঁকিপূর্ণ এ ট্রান্সফরমার।

আরও পড়ুন: ছদ্মবেশে রেলস্টেশনে ইউএনও, ধরা খেলেন কালোবাজারি

জানা গেছে, ৭ জুন বিকল হয় পৌর শহরের শহীদ ডা. বদিউজ্জামান মার্কেটের সামনে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমারটি। এ অবস্থায় এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নেসকোর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সেখানে একটি ভ্রাম্যমাণ ট্রান্সফরমার স্থাপন করে। ফলে ঝুঁকি নিয়েই এ সড়ক দিয়ে সবাইকে চলাচল করতে হচ্ছে।

দুর্ঘটনা এড়াতে ব্যস্ততম সড়ক থেকে ঝুঁকিপূর্ণ ট্রান্সফরমারটি দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষার্থী হাসনাত রিফাত বলেন, ট্রান্সফরমার টিতে লাল কাপড় ঝুলানো আছে। ঝুঁকিপূর্ণ বোঝা যাচ্ছে। তবে যেখানে আছে সেখানে মানুষের ইচ্ছার বাইরেও দুর্ঘটনা ঘটতে পারে। সবার নিরাপত্তার স্বার্থে হলেও এটি সরিয়ে নেওয়া উচিত।

অটোরিকশাচালক আতাউর রহমান জানান, রাস্তাটি প্রচুর ব্যস্ত থাকে। যানজট হলে দাঁড়ানোর জায়গা থাকে না। তখন প্রচুর ভয় হয় গাড়ি চালাতে। তাছাড়া তাপমাত্রা অনেক বেশি এখন এতে ঝুঁকি তো আছেই। এটা সরিয়ে নেওয়া দরকার।

আরও পড়ুন: তিস্তায় নৌকা ডুবে তিন শ্রমিক নিখোঁজ

স্থানীয় বাসিন্দা মো. সোহেল বলেন, বিকল হওয়ার পর কয়েকদিনের মধ্যে নতুন ট্রান্সফরমার বসানো হবে বলে শুনেছিলাম। কিন্তু একমাস পার হলেও এখনো বসায়নি। এতে আমরা আরেক ঝুঁকিতে আছি। এটা সরিয়ে নেওয়া উচিত।

নেসকোর সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জাগো নিউজকে বলেন, শহরের শহীদ তুলশীরাম সড়কে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি বিকল হলে সেখানে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখতে একটি ভ্রাম্যমাণ ট্রান্সফরমার বসানো হয়েছে। তবে বিকল ট্রান্সফরমারটির বিপরীতে এখনও নতুন ট্রান্সফরমার বরাদ্দ পাইনি। বরাদ্দ পেলেই ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি সরিয়ে নেওয়া হবে। দ্রুত বরাদ্দ পেয়ে যাবো আশা করি।

রাজু আহম্মেদ/জেএস/জেআইএম