ফটিকছড়িতে তিন আওয়ামী লীগ নেতার দখল থেকে মুক্ত হলো সরকারি ভূমি অফিসের সাড়ে তিন কোটি টাকার জমি। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দখলমুক্ত করেন তিন আওয়ামী লীগ নেতার দখলে থাকা এ জমি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।উপজেলার ভূজপুর ভূমি অফিস সূত্র জানায়, ভূজপুর ইউনিয়ন ভূমি অফিসের খতিয়ানভুক্ত ৩৬ শতক জমি স্থানীয় আওয়ামী লীগ নেতা নুর হোসেন, এজাহার মিয়া ও সেকান্দর দীর্ঘদিন যাবৎ জবরদখল করে রেখেছিলন। তাদেরকে একাধিকবার দখল ছেড়ে দেয়ার নোটিশ দিলেও তারা দখল ছাড়েনি। বরং সম্প্রতি ওই স্থানে পাকা দালান ও দোকান তৈরি করা হয়েছিল।জেলা প্রশাসকের অনুমতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন। এসময় ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসের কানুনগো নির্মল বিকাশ চাকমা, সার্ভেয়ার প্রমেশ্বর চাকমা, ভূজপুর থানার উপ-পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন ফারুকী, ভূজপুর ভূমি অফিসের তহশিলদার মো. ইউছুপ উপস্থিত ছিলেন।এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ইউনিয়ন ভূমি অফিসের নামে খতিয়ানভুক্ত জমি প্রভাবশালীরা দখল করে রেখেছিলেন। জেলা প্রশাসকের অনুমতিক্রমে অভিযান চালিয়ে ৩৬ শতক জমি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা।জীবন মুছা/বিএ