বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে পাকিস্তান। ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইনটেলসেন্টার মঙ্গলবার বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকা নিয়ে কান্ট্রি থ্রেট ইনডেক্স (সিটিআই) প্রকাশ করেছে। তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে একমাত্র আফগানিস্তানের নাম রয়েছে। তালিকায় আফগানিস্তানের অবস্থান চতুর্থ।ওই তালিকায় প্রথম স্থানে আছে ইরাক। প্রথম ১০টি দেশে স্থান পাওয়া অন্য দেশগুলো হলো— নাইজেরিয়া (দ্বিতীয়), সোমালিয়া (তৃতীয়), আফগানিস্তান (চতুর্থ), ইয়েমেন (পঞ্চম), সিরিয়া (ষষ্ঠ), লিবিয়া (সপ্তম), পাকিস্তান (অষ্টম), মিসর (নবম) ও কেনিয়া (দশম)। দেশগুলোর এক মাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়েছে। বিশ্বের ৪৫টি দেশ এই সূচকে শূন্য স্কোর পেয়েছে। - পিটিআই