দেশজুড়ে

মেহেরপুরে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকেলে মেহেরপুর শামসুজ্জোহা পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল সোবানের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এছাড়া আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আরও পড়ুন: বেনাপোলে যুবলীগের নির্বাচনী প্রচারণায় যুবদল নেতা

আগামী নির্বাচনে একটি শক্তিশালী সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে এ অঞ্চলে নৌকাকে বিজয়ী করবে স্বেচ্ছাসেবক লীগ। এমন আশা প্রকাশ করেন বক্তারা।

সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন আবেদন করেছন। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের ‍নিয়ে বৈঠক করা হবে। পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে।

আসিফ ইকবাল/জেএস/জেআইএম