দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার নাটাই ইউনিয়নের রাজঘর গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- জহির মিয়া (৫৯), লায়েছ মিয়া (৩৫), জুনায়েদ (২০), মজনু মিয়া (৪৯) ও জুয়েল মিয়া (২০)। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ একটি বিষয় নিয়ে রাজঘর গ্রামের আলাউদ্দিন মেম্বার ও জহির মেম্বারের দুই সমর্থকের স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কি নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে সেটি স্পষ্ট করে জানা যায়নি। এরই জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস