আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রুবিও

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার পাঁচটি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ হয়েছে। প্রাথমিক নির্বাচনে কোনো অঙ্গরাজ্যেই আশানুরুপ ফল পাননি সিনেটর মার্কো রুবিও। এমনকি নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডাতেও ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজীত হয়েছেন রিপাবলিকান দলের এই মনোনয়নপ্রত্যাশী। বড় ধরনের এই পরাজয়ের পর প্রেসিডেন্ট পদের মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রুবিও সরে দাঁড়ানোয় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন মনোনয়নের দৌড়ে টিকে আছেন টেড ক্রুজ ও জন কাসিচ।  ফ্লোরিডার আগে গত সপ্তাহে মিশিগান ও মিসিসিপিতে বড় ব্যবধানে হেরেছিলেন তিনি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় রুবিও বলেন, এটা হয়তো আমাদের ভবিষ্যতের জন্য আশাবাদের বার্তা হবে না তারপরেও আমি আমেরিকাকে নিয়ে আশাবাদী।  ট্রাম্পের জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন রুবিও। নির্বাচনে তার দল ভালো করুক এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।টিটিএন/পিআর