চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের দুটি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ জুলাই) কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে মেসার্স বিশ্বাস মেডিনোভা ও মেসার্স হায়দার ফার্মেসিকে জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, কার্পাসডাঙ্গা বাজারের মেসার্স বিশ্বাস মেডিনোভা নামের ফার্মেসিতে ভালো ওষুধের প্যাকেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করে বিক্রির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া বিক্রির উদ্দেশ্যে সেলফে ও ফ্রিজে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাইফুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফার্মেসির এসব অনিয়ম ঠিক করতে সাতদিনের সময় দেওয়া হয়।
এছাড়া একই অপরাধে মেসার্স হায়দার ফার্মেসির মালিক হাবিবুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কার্পাসডাঙ্গা বাজারের মাছ মাংস ও মাছের বাজার তদারকি করা হয়। এছাড়া উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আরও পড়ুন: প্রতিবেশীর ঘর ঠিক করতে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপ-পরিদর্শক এসআই ইমরান হোসেন ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি টিম।
হোসাইন মালিক/জেএস/জিকেএস