দেশজুড়ে

‘সরকার পতনের আন্দোলনে জনগণ সাড়া দিয়েছে’

বিএনপির পদযাত্রায় যোগ দিতে লক্ষ্মীপুর থেকে প্রায় ১৫ হাজার নেতাকর্মী খণ্ড খণ্ডভাবে নোয়াখালী পৌঁছেছেন।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান জানান, জেলার পাঁচটি উপজেলা থেকেই খণ্ড খণ্ডভাবে নোয়াখালী পৌঁছেছেন। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নেতৃত্বে কর্মীরা নোয়াখালী এসেছেন। এছাড়া বিপুল সংখ্যক নেতাকর্মী নিজ উদ্যোগেও এসেছে। সরকার পতনের আন্দোলনে জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছেন।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: শিক্ষামন্ত্রী

জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বলেন, সকাল ৯টার দিকে জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুনের নেতৃত্বে নোয়াখালী পৌঁছেছি। এছাড়া আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা লক্ষ্মীপুর থেকে নোয়াখালী এসেছেন।

শহীদ ভুলু স্টেডিয়ামে যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে হিসেবে লক্ষ্মীপুরসহ বৃহত্তর নোয়াখালীর পাঁচটি জেলার নেতাকর্মীরা এ পদযাত্রায় অংশ নিচ্ছেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতারা পদযাত্রায় বক্তব্য রাখবেন।

কাজল কায়েস/জেএস/জিকেএস