ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে ইউটিউব দেখে বোমা বানাতে গিয়ে হাতের কবজি হারিয়েছেন আদুল্লাহ আল নোমান (১৯) নামে এক যুবক। তিনি মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নোমানের হাতের কবজি উড়ে যায় বলে পুলিশ প্রাথমিক ধারণা করছে। এ ঘটনায় শুক্রবার সকালে সোনাগাজী মডেল থানার এসআই কামাল উদ্দিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
পুলিশ মামলার প্রধান আসামি আবদুল আজিজকে গ্রেফতার করেছে। তিনি বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের ছমাদ আলী ভূঞা বাড়ির রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নানার বাড়ি ছমাদ আলী ভূঞার বাড়িতে বেড়াতে যান। বন্ধু আবদুল আজিজের ঘরে বসে ইউটিউব দেখে নোমান রাত ৮টার দিকে বোমা তৈরি করছিলেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে নোমানের বাম হাতের কবজি উড়ে যায়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা ঘটনাস্থালে গিয়ে মোবাইলসহ সংশ্লিষ্ট আলামত উদ্ধার করেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান তথ্য নিশ্চিত করে বলেন, মামলা দায়ের হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম