দেশজুড়ে

হাসপাতালের এমডিসহ ৫ জনের জামিন

কিশোরগঞ্জের ভৈরবে রোগী মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রামীণ জেনারেল হাসপাতালের এমডি বদরুজ্জামান বদিসহ পাঁচ আসামিকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক কিশোর দত্ত তাদের জামিন মঞ্জুর করেন।

অন্য জামিনপ্রাপ্তরা হলেন- হাসপাতালের কর্মচারী সজীব ঘোষ(২৮), নার্স মুনমুন (২৪), সহকারী নার্স বন্যা (২২), স্বাস্থ্য সহকারী কবিতা বেগম। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আলাউদ্দিন ও অ্যাডভোকেট শাহ আলম। বাদীপক্ষে ছিলেন কোর্ট ইনস্পেক্টর ও অ্যাডভোকেট মিজানুর রহমান।

আরও পড়ুন: অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, থানায় পাল্টাপাল্টি মামলা

৭ জুলাই ভৈরবের গ্রামীণ জেনারেল হাসপাতালে সেলিনা বেগম নামে এক নারীর জরায়ুর অপারেশনের পর রাতেই মারা যান। পরে রোগীর স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেন। ঘটনার পর সেলিনার স্বামী আক্তার হোসেন বাদী হয়ে হাসপাতালের এমডিসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষও ভাঙচুরের মামলা করে রোগীর স্বজনদের বিরুদ্ধে। রোগী মৃত্যুর ঘটনার মামলায় আজ আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন পান। তবে মামলার ২ নম্বর আসামি ডাক্তার ফাহিমা শারমিন হানি আদালতে আজ জামিন নিতে আসেননি।

হাসপাতালের এমডি বদরুজ্জামান বদি বলেন, ডাক্তার হানি আজ উপস্থিত না হলেও আমরা পাঁচজন আদালত থেকে জামিন পেয়েছি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আলাউদ্দিন জামিনের সত্যতা স্বীকার করেন।

রাজীবুল হাসান/এসজে/এএসএম