ক্যাম্পাস

পুনরায় ঢাবিতে যোগ দিলেন ড. আতিউর

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের সাড়ে ৮ কোটি ডলার চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ মাথায় নিয়ে সদ্য পদত্যাগকারী গভর্নর পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগ দিয়েছেন। গভর্নর পদ থেকে সরে যাওয়ার একদিনের মাথায় তিনি তার পূর্ব পেশা শিক্ষকতায় যোগ দিয়েছেন।আতিউর রহমানের অধ্যাপনায় যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি বলেন, ‘উনি (অধ্যাপক ড. আতিউর রহমান) বুধাবর বিভাগে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। এই বছরের আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত উনার ডেপুটেশনের মেয়াদ ছিল। কিন্তু সম্প্রতি উনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে যাওয়ায় ফের নিজ কর্মস্থলে ফিরছেন।২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠা হওয়ার পর ২০০৬ সালে এই বিভাগে অধ্যাপনা শুরু করেন অধ্যাপক ড. আতিউর রহমান। পরে ২০০৯ সালে বিভাগ থেকে ডেপুটেশনে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন। এ বছরের আগস্ট পর্যন্ত তার ডেপুটেশনের মেয়াদ ছিল।প্রসঙ্গত, ১৯৫২ সালের ২৮ নভেম্বর আতিউর রহমান জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ১৯৬৮ সালে মাধ্যমিক এবং ১৯৭০ সালে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৭৬ সালে স্নাতোকোত্তর ডিগ্রি নেয়ার পর কমনওয়েলথ স্কলারশীপ নিয়ে পড়াশোনা করেন। তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন ১৯৮৩ সালে। অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার কারণে তিনি বেশ পরিচিত। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তার লেখা অসংখ্য বই রয়েছে। তিনি রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে তিনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক জনতা ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এছাড়াও, বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজে একজন সিনিয়র গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৯ সালে বর্তমান সরকার গঠন করার পর তাকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়। এরপর ২০১৬ সালের ২ অগাস্ট পর্যন্ত তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছিল। কিন্তু রিজার্ভ চুরির কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে যান তিনি। এমএইচ/এআরএস/আরআইপি