দেশজুড়ে

আ.লীগ প্রার্থীর কার্যালয়ে বোমা বিস্ফোরণ : আহত ৩

যশোরের উপশহর ইউনিয়ন আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এহসানুর রহমান লিটুর নির্বাচনী কার্যালয়ের সামনে দুটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উপশহর বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপশহর ইউনিয়নের সংরক্ষিত ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা প্রার্থী আসমা বেগম, একই এলাকার রিনা খাতুন ও হায়দার আলী। আহতদের মধ্যে আসমা বেগম ও হায়দার আলীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এহসানুর রহমান লিটুর বি-ব্লক এলাকার নির্বাচনী কার্যালয়ের সামনে পরপর দুইটি বোমা বিস্ফোরণ করে। এ সময় উপশহর ইউনিয়নের সংরক্ষিত ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা প্রার্থী আসমা বেগম, একই এলাকার রিনা খাতুন ও হায়দার আলী আহত হন। এদের মধ্যে আসমা বেগম ও হায়দার আলীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আ.লীগের চেয়ারম্যান প্রার্থী এহসানুল রহমান লিটু জানিয়েছেন, বিএনপির প্রার্থীর লোকজন ওই বোমা হামলার সঙ্গে জড়িত বলে তিনি ধারণা করছেন। অন্য কারোর পক্ষে এখানে বোমা হামলা করার সাহস হবে না। এই বিষয়ে কোতয়ালি থানায় অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি।যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, রাতে উপশহর বি-ব্লক এলাকায় আ.লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে দুটি বোমার বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হয়েছে শুনেছি। এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) বিপ্লবের নেতৃত্বে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।মিলন রহমান/এফএ/আরআইপি