আন্তর্জাতিক

ট্রাম্পের সময়ে বিশ্ব সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হবে

রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে বিশ্ব সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হবে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। বিশ্ব আগামীতে যে ১০ শীর্ষ ঝুঁকির সম্মুখীন হতে যাচ্ছে তা নিয়ে একটি জরিপ চালিয়েছে ইকোনমিস্ট। এই গবেষণা সংস্থাটি সতর্ক করে দিয়ে বলছে, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প বিশ্ব অর্থনীতি তছনছ করে দিতে পারেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করতে পারেন।ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া অথবা দক্ষিণ চীন সাগরে সশস্ত্র সংঘর্ষের চেয়ে ডোনাল্ড ট্রাম্পকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইআইইউ বিশ্বের শীর্ষ ১০ ঝুঁকির এই তালিকা তৈরির ক্ষেত্রে একটি স্কেল ব্যবহার করেছে। এতে ২৫ এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ১২ পেয়ে বিশ্বের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছেন। এছাড়া জঙ্গিদের ক্রমবর্ধনশীল হুমকি বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল করে তুলছে, যা ট্রাম্পের সঙ্গে শীর্ষ ঝুঁকির জায়গা দখল করেছে। এসআইএস/আরআইপি