বিনোদন

বিজ্ঞাপন মডেলে দীপিকাই সেরা

দিপিকা পাডুকোন শুধু যে সিনেমার জন্যই সবার প্রথম পছন্দের, তা নয়। কোন ব্র্যান্ডের প্রচারণা করার জন্যও দীপিকাই সবার সেরা হিসেবে বিবেচিত হচ্ছেন।সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট ডাটা অনুযায়ী, মোট বিজ্ঞাপনের শতকরা ৫.২ ভাগ নিয়ে দীপিকা পাডুকোন শীর্ষস্থান অধিকার করে আছেন।জানা যায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৬ টি ব্র্যান্ডের বিজ্ঞাপন মডেল হিসেবে তাকেই সবচেয়ে বেশি টেলিভিশনে দেখা গিয়েছে। বিজ্ঞাপনের মডেল হিসেবে তাদেরকেই নির্বাচন করা হয় যাদের প্রতি দর্শকেরা আস্থা রাখতে পারেন এবং বিজ্ঞাপন মডেল হিসেবে যাদের গ্রহণযোগ্যতাও থাকে।দীপিকা যেসব বিজ্ঞাপন করেছেন তার মধ্যে নেসক্যাফে, এশিয়ান পেইন্টস, টিসট এবং প্যারাসুট অন্যতম। - টাইমস অব ইন্ডিয়া