দেশজুড়ে

ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহের ধোবাউড়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মো. মরম আলী (৮০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম বালিগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মো. মরম আলী ওই এলাকার মৃত আব্দুর রহমান ফকিরের ছেলে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> মানবতাবিরোধী অপরাধে পিরোজপুরের ৪ আসামির মৃত্যুদণ্ড

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন অপরাধে মরম আলীর বিরুদ্ধে ২০১৮ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। মামলার পর আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

টিপু সুলতান বলেন, গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে মরম আলী পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি বিশেষ কাজে বাড়িতে এসেছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

মঞ্জুরুল ইসলাম/ইএ