দুধ দিয়ে গোসল করে জীবনে আর কখনো কোনো সমিতি বা এনজিও থেকে ঋণ নেবেন না বলে শপথ করেছেন শহিদুল ইসলাম নামে এক রাজমিস্ত্রি। অভিনব ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবের ইউনিয়নের জাংগালিয়াকান্দা গ্রামে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে নিজ বাড়ির আঙিনায় এক মণ দুধ দিয়ে গোসল করে তিনি এ শপথ করেন। এর আগে তিনি একটি গরু বিক্রি করে এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধ করেন।
স্থানীয়দের তথ্যমতে, উপজেলার বাঘবের ইউনিয়নের জাংগালিয়াকান্দা গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাজমিস্ত্রি শহিদুল ইসলাম এক বছর আগে স্থানীয় একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই ঋণের টাকা সাপ্তাহিক কিস্তিতে পরিশোধের কথা থাকলেও তিনি নিয়মিত কিস্তি দিতে পারছিলেন না। ফলে তিনি ওই এনজিওর কর্মকর্তাদের চাপের মুখে পড়েন।
অপরদিকে, নিয়মিত কাজ না থাকায় তিন কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে পাঁচ সদস্যের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল শহিদুলকে। তিনি হার্টের রোগী হওয়ায় নিয়মিত কাজেও যেতে পারেন না। এনজিওর ঋণের কিস্তির চাপে তার কাজকর্মেও মন বসছিল না। অনেকটা অসহায় হয়ে সবশেষ সিদ্ধান্ত নেন গরু বিক্রি করে ঋণ পরিশোধ করবেন। পরে তিনি দুধ দিয়ে গোসল করে শপথ নেবেন জীবনে আর কোনোদিন ঋণ বা সুদে টাকা ধার করবেন না।
এমন সিদ্ধান্তে মঙ্গলবার বিকেলে উপজেলার জাংগালিয়াকান্দা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়ির আঙিনায় এক মণ দুধ দিয়ে গোসল করে নিজের ঋণমুক্তির ঘোষণা দেন। এরপর থেকে শহিদুল ইসলামকে দেখতে তার বাড়িতে লোকজন ভিড় শুরু করে।
এ বিষয়ে জানতে চাইলে এনজিওর নাম প্রকাশ না করে শহিদুল ইসলাম বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করে পরিবারের পাঁচ সদস্য নিয়ে কষ্ট করে সংসার চালাই। একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছিলাম না। কিন্তু ওই এনজিও থেকে কিস্তি পরিশোধে খুব চাপ ছিল। তাই গরু বিক্রি করে ঋণমুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করি। এরপর জীবনে কখনো কোনো সমিতি বা এনজিও থেকে ঋণ নেবো না বলে শপথ করি।
ইমরান হাসান রাব্বী/এমআরআর/জেআইএম