খেলাধুলা

বিসিএলের শিরোপা মধ্যাঞ্চলের

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়েছে মধ্যাঞ্চল। ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে  বৃহস্পতিবার উত্তরাঞ্চলের সঙ্গে ড্র করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় দলটি। ৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে এবারের আসরের শিরোপা জয় করে নেয় তারা।এর আগে ২০১২-১৩ মৌসুমে বিসিএলের প্রথম আসরের শিরোপা জিতেছিল মধ্যাঞ্চল। আর ৫৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয় পূর্বাঞ্চল।এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান নিয়ে খেলতে নামে উত্তরাঞ্চল। এদিন আরও ১৬০ রান যোগ করে ১৯৩ রানে ইনিংস ডিক্লেয়ার করে তারা। জহুরুল ইসলাম অপরাজিত ৮৩ রান করেন। মধ্যাঞ্চলের তানভির হায়দার নেন ৪টি উইকেট।৩৬৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের খুব কাছে চলে গিয়েছিল মধ্যাঞ্চল। মার্শাল আইয়ুবের অপরাজিত সেঞ্চুরি (১০১), সৈকত আলীর ৫৭ ও রকিবুল হাসানের অপরাজিত ৫৪ রানে ভর করে ৫৪ ওভারে ২৫৭ রান করলে দুই অধিনায়কের সম্মতিতে নির্ধারিত সময়ের আগেই ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা।দিনের অপর ম্যাচে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ৪২০ রান নিয়ে ব্যাট করতে নেমে এদিন আরও ১৮০ রান যোগ করে অলআউট হয় দক্ষিণাঞ্চল। এদিন মোসাদ্দেক হোসেনের পর সেঞ্চুরি তুলে নেন সোহাগ গাজীও। ২৩১ বলে ১৫২ রানের দারুণ এক ইনিংস খেলেন মোসাদ্দেক। আর ১৮১ বলে ১৪৬ রান করেন সোহাগ গাজী। পূর্বাঞ্চলের অলক কাপালী ৬৩ রানে ৩ উইকেট পান।পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ১৮৯ রান করে। লিটন দাস ২০১ বলে ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া ইরফান শুকুর করেন ৭৫ রান।আরটি/বিএ