দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ৭৬ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ বোর্ড থেকে এক লাখ ৯৯ হাজার ৪৯১ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ৫৩ হাজার ৩৪৯ জন। এবার এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। যা গত বছর থেকে আট হাজার ১৭৬ জন কম।
শুক্রবার (২৮ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হারুন অর রশীদ।
তিনি জানান, এবার এ শিক্ষা বোর্ডের অধীনে ৮ জেলার দুই হাজার ৭০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এ বোর্ডে ৭৬ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। শতভাগ পাশ করেছে ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী। এবারে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাশ করেনি।
আরও পড়ুন: এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৯ শতাংশ
শিক্ষাবোর্ডের পরিসংখ্যান মতে, গত সাত বছরের মধ্যে এবারের ফলাফল সবচেয়ে খারাপ। ২০১৭ সালে ৮৩ দশমিক ৯৮ শতাংশ, ২০১৮ সালে ৭৭ দশমিক ৬২ শতাংশ, ২০১৯ সালে ৮৪ দশমিক ১০ শতাংশ, ২০২০ সালে ৮২ দশমিক ৭৩ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৮০ শতাংশ ও ২০২২ সালে ৮১ দশমিক ১৬ শতাংশ পাস করে।
প্রাপ্ত ফলাফলে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার ৯১ দশমিক ৩০ শতাংশ, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাশের হার ৬৭ দশমিক ১১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পাশের হার ৭৫ দশমিক ২৩ শতাংশ।
সাংবাদিক সম্মেলনে বোর্ডের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উচ্চমান সহকারী গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস