দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠি হাতে আওয়ামী লীগের অবস্থান

লাঠিসোটা নিয়ে বিএনপির অবস্থান কর্মসূচির বিরুদ্ধে উল্টো অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ।

শনিবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় এ অবস্থান নেতাকর্মীরা। এ সময় মিছিলও করেন তারা।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, আটক ৫

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভূঁইয়া রাজুর নেতৃত্বে এ মিছিল বের হয়। এ সময় শতাধিক নেতাকর্মী তাদের সঙ্গে মিছিলের অংশ নেন।

এ বিষয়ের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান জাগো নিউজকে বলেন, যেকোনো নাশকতা মোকাবিলা করতে আমরা মাঠে প্রস্তুত আছি। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য আমরা সৃষ্টি করতে দেবো না।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস