ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
সিদ্ধিরগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, আটক ৫
অবস্থান কর্মসূচি পালনকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা সাগর প্রধান।
আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস