আন্তর্জাতিক

ফেসবুকে লাইক কেনার অভিযোগ অস্বীকার কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর

নিজের ফেসবুক পেজে ভুয়া লাইক কেনার অভিযোগ অস্বীকার করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।গত সেপ্টেম্বর মাসে হুন সেনের ফেসবুক পেজে তিরিশ লাখ লাইক পড়েছিল। এর পরেই অভিযোগ উঠেছিল তিনি ফেসবুকে ভুয়া লাইক কিনেছেন। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন হুন। কম্বোডিয়ার নির্বাসিত বিরোধী নেতা স্যাম রেইনসি অভিযোগ করেছেন, হুন সেন তাঁর জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিদেশিদের ভাড়া করছেন। ওই বিদেশিরাই তার পেজে লাইক দিয়েছে। দেশটির সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, হুন সেনের ফেসবুক পেজে যত লাইক পড়েছে তার অর্ধেকই এসেছে কম্বোডিয়ার বাইরে থেকে। এর মধ্যে সবচেয়ে বেশি লাইক এসেছে ভারত থেকে।হুন সেন অবশ্য বলেছেন ভারতসহ বিভিন্ন দেশের মানুষ তাকে ভালোবেসেই লাইক দিয়েছে। এতে বেশ আনন্দিত তিনি। তবে তার দাবী কাউকে নিজের পেজে লাইক দেয়ার জন্য প্ররোচিত করেন নি তিনি। সবাই স্বেচ্ছায় তার পেজে লাইক দিয়েছে।টিটিএন/এমএস