খেলাধুলা

অস্ট্রেলিয়ার ২ উইকেট পতন

অস্ট্রেলিয়ান শিবিরে নিউজিল্যান্ডের পক্ষে প্রথম আঘাত হেনেছেন ম্যাকক্লেনগান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত করে শেন ওয়াটসনকে ফেরান তিনি। দলীয় ৪৪ রানে পড়ে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট। দ্বিতীয় উইকেট জুটিতে উসমান খাজার সঙ্গে স্টিভেন স্মিথ খুব একটা সুবিধা করতে পারেননি। নামের পাশে মাত্র ৬ রান যোগ করে আউট হয়ে যান তিনিও। দলীয় রান এ সময় ছিল ৫১। নিউজিল্যান্ডের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা ধীর গতিতে শুরু করে ১২ বলে ১৩ রান করেন ওয়াটসন। তবে এক প্রান্তে ঝড়ো ব্যাটিং করে দলকে দারুণ সূচনা এনে দিয়েছেন উসমান খাজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫২ রান। খাজা ৩২ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন ডেভিড ওয়ার্নার।এর আগে শুক্রবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের ঝড়ো ব্যাটিং উড়ন্ত সূচনা পায় তারা। পাওয়ার প্লের ছয় ওভারেই ৫৮ রান সংগ্রহ করে দলটি। তবে এরপর অস্ট্রেলিয়ান বোলারদের তোপে পড়ে তারা।নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন জেমস ফকনার। অষ্টম ওভারে গাপটিলকে ফেরান তিনি। ২৭ বলে ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ রান করেন গাপটিল। নবম ও ১১তম ওভারে উইলিয়ামসন (২৪) ও এন্ডারসনকে (৩) ফেরান ম্যাক্সওয়েল। ফলে দারুণ চাপে পড়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। এরপর রস টেলরকে নিয়ে দলের হাল ধরেন কলিন মুনরো।কিন্তু দলীয় ৯৭ রানে মিশেল মার্শের বলে ফিরে যান কলিন মুনরো (২৩)। তবে শেষ দিকে গ্র্যান্ট ইলিয়টের ২৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান করে কিউইরা। অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাক্সওয়েল ও ফকনার উভয়ই ১৮ দিয়ে ২টি করে উইকেট পান।আরটি/আইএইচএস/এমএস