জাতীয়

আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন ঘিরে যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই।

মঙ্গলবার (১ আগস্ট) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিএনপি চায় নির্বাচন সামনে রেখে ঘরে ঘরে দাঙ্গা-হাঙ্গামা লাগাতে। তারা ভোট চায় না, তারা জ্বালাও-পোড়াও করে দেশ অস্থিতিশীল করতে চায়। তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেবে, আর তারা দেশ লুট করবে। এ সুযোগ তারা পাবে না। দাঙ্গা-হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না।

আরও পড়ুন: রাজনীতির সমাধান রাজপথে হলে সংঘাত অনিবার্য

তিনি বলেন, আমরা চাই সবাই নির্বাচনে আসুক। আমরা ঝগড়া-বিবাদে নেই। সুষ্ঠু-সুন্দরভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক, কাজেই নির্বাচন হবেই, হবে।

‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় ডুংরিয়ার ৮৭ জন উপকারভোগীকে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন: বিদেশিদের দৌড়ঝাঁপে সরগরম কূটনৈতিক পাড়া

বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়ার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ও ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়।

এমওএস/বিএ/এএসএম